সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমকাল এবার শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করার কার্যক্রমে যুক্ত হয়েছে। তার অংশ হিসেবে সফল ব্যবসায়ীদের জন্য চালু হলো শিল্প ও বাণিজ্য পুরস্কার। এক্ষেত্রে দেশের শীর্ষ এ দৈনিকের পাশে এগিয়ে এসেছে বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংক আইএফআইসি। ব্যবসা ও উদ্যোগে সাফল্যের স্বীকৃতি হিসেবে শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে পাঁচ উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে ‘আইএফআইসি ব্যাংক-সমকাল শিল্প ও বাণিজ্য পুরস্কার-২০১৮’। একইসঙ্গে প্রাণ গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। দেশের অগ্রজ ও গুণী ব্যবসায়ীদের কাজের মূল্যায়ন ও অর্থনৈতিক উন্নয়নে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই প্রবর্তিত হয়েছে এ পুরস্কার। এখন থেকে নিয়মিতভাবেই পাঁচটি খাতে দেওয়া হবে আইএফআইসি ব্যাংক-সমকাল শিল্প ও বাণিজ্য পুরস্কার।